আজও যারা
খাটছে অকাতরে
ঘর্মে এঁকে
দশের ছবি মনে,
অধম আমি
গর্বে তাদের স্মরে
সালাম রোপি
নিত্য নিরজনে!
আজও যারা
খাটছে অকাতরে
ঘর্মে এঁকে
দশের ছবি মনে,
অধম আমি
গর্বে তাদের স্মরে
সালাম রোপি
নিত্য নিরজনে!