Skip to content

তাদের জন্য একটি দিন – মো: সাফি সামি

শিশুকালের স্মৃতির বন্ধনে,
আজও আমরা বেধে আছি।
আছি কত শৈশবের খেলা নিয়ে
আবার কখনো ভেসে আছি কষ্টের ভেলা নিয়ে।
সে সময়গুলো আজও কত আপন লাগে
মনে পরলেই আজও কতটা ভালো লাগে।
ছেড়ে আসা সে মুহুর্তগুলো আজও কত ভাবনা জাগায়
কেন সে স্মৃতির মাঝে আজও হেড়ে যেতে মনে চায়।
চলনা, এ দিনগুলোকে আবার রঙ্গিন করে তুলি
চলনা একবার হাতবারিয়ে অন্যের জীবন গোরে তুলি।
কেন শুধু তুমি খোজো অন্যের মাঝে ভালোবাসা
দেখনা একবার কাছে গিছে,
ভুলে যাবে সকল রটানো কৃএিম আসা।
অসহায় শৈশবের তীরে কেন বসে থাক
কেন অন্যে মতো তুমিও ফোড়ন কাটো,
ভেবে দেখ তাদের মাঝে তুমি কতটা ভালো আছ
দেখনা তাদের মুখখানা,
কত বেদনার গল্প গাথা মুখটা একবার চেয়ে দেখ।
স্বপ্নের পিছনে কতকাল ছুটবে
বসে দেখ তাদের পাশে,
বেদনা ভুলিয়ে তাদের মুখের হাসি খুজবে।
চল একটি দিন তাদের জন্য করি দান
চল বন্ধুত্বের বন্ধনে করি ভালোবাসার ত্রাণ।
ভুলে আসা সে দিনগুলো চল আবার দেখি
চল অন্যের শৈশবকে একটু কাছে থেকে দেখি।
দেখবে তুমিও খুজে পাবে অানন্দের সজীবতা
মিশে দেখ তাদের মাঝে একবার,
ভুলে যাবে সকল নিরবতা।

মন্তব্য করুন