Skip to content

ঢলোপানির দেশ — শাহ্ আলম আল মুজাহিদ

বর্ষার নয়া ঢলে, বান ডাকে ঘোলা জলে,
লঞ্চ চলে, ঊর্মি দোলে।
ছেঁড়া পালে নৌকা চলে,
মন মাঝি বাই, হাওয়ায় দোলে।

পথঘাট ভরাডুবি, ছলছল ওঠে সবই,
আষাঢ়ে অবিরাম বর্ষণে।
কলা গাছের ভেলা, কিশোরের মেলা,
নতুন জোয়ার আনে শিহরণে।

জেলের দল ছুটে, বক মাছ নিয়ে ঠোঁটে,
ফিরে যায় আপন ঘরে।
ঝিঁঝিঁ ডাকে ঝিনিকিঝিনি,
সোনাব্যাঙ গ্যাঙর গ্যাঙ,
জোনাই ছুটে মিটি মিটি সন্ধ্যার অন্ধারে।

গৃহপালিত পশুপাখি, করে যায় ডাকাডাকি,
অভাবে সংসার মোর মা’র।
হাঁসের ঝাঁক ছুটে, সারাদেশ ঘেঁটেঘুঁটে,
ফিরে আসে সন্ধ্যায় আবার।

চারদিকে কালো জল, জ্যোৎস্নায় টলমল,
জেগে ওঠে নক্ষত্রের তলে।
কালো মেঘ ভিড়ে আসে, বুক চিরে আলো হাসে,
নেমে আসে বৃষ্টির জলে।

বিশালাক্ষী চেয়ে রয়, মনোরম রূপময়,
বাতাসে নেচে ওঠে জলরাশি।
অভাগীর কুঁড়ে ঘর, ভেঙে হয় চুরমার,
ঢলোপানি টেনে নেয় অজানায় মিশে।

মন্তব্য করুন