মাঝে মাঝে ডুব দিয়ে থাকা ভালো ।
ভাবের সাগরে,
মনের গভীরে,
অচেনা অন্তরে,
সকলের অগোচরে।
লোকচক্ষুর অন্তরালে,
কাকপক্ষীও যেন টের না পায় এমন ভাবে,
মাঝে মাঝে ডুব দিয়ে থাকতে হয়।
মাঝে মাঝে পালাতে হয়।
চেনা মুখের ভীড় থেকে,
কর্তব্যের নীড় থেকে।
তেপান্তরের মাঠ পেরিয়ে,
মাঠের পরের বন ছারিয়ে।
যেখানে পাখিরা নিয়মিত নীড়ে ফিরে ;
যেখানে মানুষেরা অনিয়মিত কিন্তু আনন্দিত,
নিয়ম ভাঙতে ব্যতিব্যস্ত।
নাম না জানা নদীর জোয়ারে।
মাঝে মাঝে ডুব দিয়ে থাকা ভালো।
(২ এপ্রিল, ২০২৩)
দুর্দান্ত লেখা।