Skip to content

টুপটুপ বৃষ্টি – শুভদীপ চক্রবর্তী

টুপটুপ বৃষ্টি
আহা ভারী মিষ্টি!
মেঘলা আকাশে
মৃদু মৃদু বাতাসে,
ফুলেদের শোভাতে
দোলা লাগে প্রাণেতে।
ভেজা এই দুপুরে
বাঁশি বাজে সূদুরে।
মনটা উড়ে যায়
নদীর ঐ কূলটায়।
সেথা বাঁধা তরণী
ছেড়ে দিই এখুনি।
মনমাঝি ভেসে যায়
কোন সে অজানায়!
টুপটুপ বৃষ্টি,
তাই তুমি মিষ্টি !
…………

মন্তব্য করুন