Skip to content

টিকুস টিকুস সেন – শুভশ্রী রায়

একটি শামুক আমার বন্ধু
নাম তাঁর টিকুস টিকুস সেন,
ভারী তিরিশ মিনিটে ধীর শামুকবাবু
ভেবেচিন্তে তিনটি পা এগিয়ে আসেন।

কেউ বললে কিছু , বলেন-
সভ্যতার জন্যই স্থিতি ও গতি,
এগোলেই হয় না, স্থির থাকা জরুরি
আস্তে আস্তে হেঁটে করেছি কার ক্ষতি?

মন্তব্য করুন