টাকা ছাড়া হিরো হওয়া আদৌ সম্ভব নয়
মোঃ ইব্রাহিম হোসেন -রাজশাহী
রচনাঃ ২৪-১১-২০২৪ ইং
জগতের হিরো তো দূরের কথা, টাকা ছাড়া নিজের পরিবারেরই হিরো হওয়া সম্ভব নয়। টাকার অভাবে নিজের পরিবারের কাছেও ছোট হতে হয় পরিবারের নায়কটাকে।
আপনি যেমনই হেন না কেন, হিরো হতে প্রথমেই প্রয়োজন টাকার।
যেমন দান,খয়রত, মানুষের কল্যাণ সাধনে উপকার করতেই গেলেও প্রথমে আপনার টাকার প্রয়োজন হবে। টাকা ছাড়া মানুষের আর্থিক উপকার করা কারো পক্ষেই সম্ভব নয়।
আর এখানে মানুষের কল্যাণে অর্থ দিয়ে সহযোগিতা করে এগিয়ে যেতে না পারলে আপনি হিরোর তালিকায় যেতে পারবেন না। আপনাকে সমাজে মূল্যায়ন করবে না।
দেখা যায়, সাধারণত সমাজে একজন মোড়ল হলেও সমাজে সাধারণ মানুষের চাইতে তার অর্থসম্পদ, জায়গা জমি বেশিই থাকে।
ঠিক তেমনভাবে একজন ইউনিয়ন পরিষদ মেম্বারের থেকে একজন চেয়ারম্যানের বেশি থাকে। একজন চেয়ারম্যানের থেকে একজন এমপির বেশি থাকে। একজন এমপির থেকে একজন মেয়রের বেশি থাকে।
একজন মেয়র থেকে একজন রাষ্ট্রপ্রধানের বেশি থাকে।
আর একারণেই তারা তারা দশের,সমাজের, দেশের প্রধান হতে পারে।
হিরো হতে আবারও এক নাম্বারে প্রথমেই টাকার প্রয়োজন,আপনি যেমনই হোন না কেন?
উদাহরণস্বরূপ বলা যায়, আপনার টাকা থাকলে আপনি একাই একটা সিনেমা বানিয়ে সে সিনেমার হিরো হতে পারেন।
আবার টাকা থাকলে চলচ্চিত্রের পরিচালকও আপনাকে নিয়ে সিনেমা তৈরি করতে পারে টাকার বিনিময়ে।
কারণ, প্রথম সিনেমা তৈরি করার খরচ প্রথমে আপনাকেই বহন করতে হবে। সিনেমাটি মার্কেটে ব্যবসায় সফল হলে আপনাকে পরবর্তী সিনেমা বানাতে আর টাকা লাগবে না।
তখন পরিচালকেরাই আপনাকে টাকা দিয়ে সিনেমার নায়ক বানাতে ব্যতিব্যস্ত হয়ে পাড়বে।
আপনাকে তারা তন্নতন্ন করে খুঁজে নেবে।
তাই তো পৃথিবীর কোনো প্রান্তেই টাকা ছাড়া হিরো হওয়া যায় না।
না নিজের ঘরে, না বাইরে দেশ-সমাজের কাছে।
টাকায় পৃথিবীকে নাচায়, টাকায় বানায় হিরো।
আবার এই টাকার জন্য মানুষের জীবন হয় বিপন্ন, নিঃস্ব হয় মানব জীবন, হয়ে যায় জিরো।
পৃথিবীতে যার যত টাকা সে তত তুলনামূলকভাবে হিরোর তালিকায়, সর্ব চূড়ায় অবস্থান করে।
আর এ জন্যই ছাত্রজীবনে আমাদের টিচাররা বলতেন,
মানি ইজ দ্যা সেকেন্ড গড -টাকাই দ্বিতীয় আল্লাহ।
আমি তাদের বিরোধিতা করতাম,
স্যার! এটা কখনো সম্ভব নয়। এটা আমি মানি না, বিশ্বাস করি না।
কিন্তু কর্মজীবনে এসে তা উপলব্ধি করেছি যে,
আমার স্যারদের কথাগুলোই ছিলো সত্য ও বাস্তব।
তবে আমি তার সাথে আরও তিনটি শব্দ যোগ করেছি।
আমার স্যারেরা বলতেন,
মানি ইজ দ্যা সেকেন্ড গড – টাকাই দ্বিতীয় আল্লাহ।
আর আমি বলি, মানি ইজ দ্যা সেকেন্ড গড ইন দিস ওয়ার্ল্ড।
এই পৃথিবীতে টাকাই দ্বিতীয় আল্লাহ।
কিন্তু পরজগতে নয়।
এভাবে আপনি যেখানেই যাবেন, সেখানে টাকা আর টাকা। টাকা ছাড়া কোনো বিকল্প পথ নাই।
টাকার জন্যই মানুষে মানুষে ব্যবধান,
এই টাকার জন্যই ধনী আর গরিবে তফাৎ!
এছাড়া আমি মনে করি মানুষে মানুষে কোনো তফাৎ নাই।
সব মানুষই সমান, আল্লাহ তা’য়ালার গোলাম।
মরলেই গোরস্থান, মাটির নিচে অবস্থান।
তবে ভালো মন্দের তফাৎ আছে।
আর এর জন্য মহান আল্লাহ তা’য়ালা জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন।
ভালো কাজের ফলাফল জান্নাত,
আর মন্দ কাজের ফলাফল জাহান্নাম!