Skip to content

ঝিলের জলে – মোঃ রুহুল আমিন

মেঘলা আকাশ আঁধার ঢাকা
ডাকে গর্জন করে,
ঈশাণ কোণে মেঘ জমেছে
নামবে বৃষ্টি ঝরে।

টাপুর টুপুর অঝোর ধারায়
আসবে বুঝি…..বৃষ্টি,
বাদল দিনে ঝাপসা চোখে
কাড়লো আজি দৃষ্টি।

গাছ-গাছালি ফুল- ফসলে
রূপের ঝলক.. লাগে,
শুকনো পাতা ভিজলে জলে
সজীব ছোঁয়ায় জাগে।

ক্ষেত -খামারে বাদল দিনে
কৃষক নাঙ্গল কাঁধে,
উর্বর জমি চাষের জন্য
তাইতো চাষি সাধে।

নাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে
যায় যে চাষির ছেলে,
সন্ধ্যা হলে ফেরে যখন
সূর্য্য মামা……হেলে।

আষাঢ় মাসে ঝিলের জলে
নানা ফুলের মেলা,
শিশু- কিশোর নাও বানিয়ে
করছে দেখো খেলা।

আষাঢ় মাসে শামুক ঝিনুক
থাকে বিলের জলে,
শিশু কিশোর কুড়ায় আনে
একটু খেলার ছলে।

আষাঢ় মাসে গগন জুড়ে
মেঘের আনা.. গোনা,
খালে বিলে ব্যাঙের ঘ্যাঙর
যাচ্ছে দেখো শোনা।

আষাঢ় মাসে জৌলুস ফোঁটে
গ্ৰামের বাড়ি বাড়ি,
তিল ও চালের ভাজা খেতে
নাই তো কোনো আড়ি।

আষাঢ় এলো বর্ষণ নিয়ে
মাঠ প্রান্তর জুড়ে,
সূর্য মামার লালচে আভা
যায় যে দেখা দূরে।

মন্তব্য করুন