Skip to content

ঝগড়াঝাঁটি — জামাল ভড়

দাদা আমায় যখন তখন
বলে কেন বাঁদর ।
বাঁদর হলে মা কখনো
করতো আমায় আদর !
তাছাড়া তো প্রশ্ন থাকে
আমরা দুই ভাই
ভাইয়ে ভাইয়ে সম্পর্কের
কোন বাঁধন নাই ?
দাদা বড় আমি ছোট
মায়ের নয়নতারা
একটা মানুষ একটা বানর
হয় কখনো তারা !
দাদা আমার পড়তে বসে
মাথায় মারে চাঁটি
ভাল্লাগে না করতে আমার
ফালতু ঝগড়াঝাঁটি ।

1 thought on “ঝগড়াঝাঁটি — জামাল ভড়”

মন্তব্য করুন