শিখতে জ্ঞানীরা সর্বদা ছাত্র
শিক্ষার নাই সীমানা পাত্র।
জ্ঞানী চায় আরো জ্ঞানী হতে
জ্ঞান খোঁজে ধী জ্ঞানীর মতে।
ছোট বড় সকলের মাঝে
শিক্ষা আছে সকাল ও সাজে।
শিক্ষা জেদী ছাত্র শিখে বেশি
আগে শিখে ছাত্র শিক্ষা দেশি।
দেশি শিক্ষায় সহজ করে
বৈদেশি সব শিক্ষার তরে।
চব্বিশ ঘণ্টা শিক্ষার ক্ষণ
লোকালয় শিক্ষা খোঁজো মন।
সারা ভুবন শিক্ষার ক্ষেত্র
জ্ঞানীর থাকে শিক্ষার নেত্র।
সব ক্ষণে সব বয়ঃক্রমে
শিক্ষা আছে দেখা শুনা শ্রমে।
শিক্ষার কোন শেষ যে নাই
পশুপাখিতেও শিক্ষা পাই।
কবিতাটি পড়ে ভালো লাগায় কবিতাটি পোস্ট করলাম