আঁধার রাতে ঝোপঝাড়ে, জোনাক ছুটে ঐ,
দিদির সাথে গল্প করি—এদের বাসা কই?
দিনের বেলা লুকিয়ে থাকে, রাতের বেলা জাগে,
দলে দলে যুগিয়ে চলে নিত্য নূতন কাজে।
মিটিমিটিয়ে আলো জ্বালে, অথচ শব্দ নাই,
নাই যে খাওয়া, নাই যে দাওয়া, নাই যে গান-গানাই।
তবু এমন হাসির জোয়ার—জোনাক কথা কয়,
ম্যাজিক-বাতি হাতে ওরা স্বপ্ন ছড়িয়ে যায়।
জোপে-ঝাড়ে জোনাক জ্বালে—রূপকথার আলো,
সন্ধে হলে ছুটে আসি, মন পড়ে যায় ভালো।
কী যে মায়া, কী যে টান—কেড়ে নেয় যে মন,
তাই তো আমি সন্ধ্যা নামলে ছুটি বারংবার।