এই যে জীবন, জলের মতো, হঠাৎ ঝরে পড়ে,
হই কি সুখী, স্রষ্টামুখী,জীবনভোগের পরে।
একটাই জীবন, স্বপ্নরাঙ্গা, কল্পে ভরপুর,
তোমার মাঝেই জীবন খুঁজি, শুনি সুখের সুর।
তুমার থেকে দুঃখগুলো আকাশের মেঘদল,
বৃষ্টিজলে ঝরে পড়ে চাপা অশ্রুজল।
তোমার চোখে দেখি আমি সাদারঙা মেঘ,
তোমায় পেলে বেড়ে যাবে জীবনগতিবেগ।
একটাই জীবন, কল্পেরাঙ্গা, স্বপ্নে ভরপুর
স্বপ্ন ছোঁয়া, তোমার ছোঁয়ায়,সে তো খানিক দূর!
২৬ জুন,২০২২( পরিমার্জিত)