Skip to content

জীবনের রঙ,এ.এস.এম সোহেল ভূঁইয়া।

‎যৌবন মানে কৌতুহলী
‎নীল আকাশের প্রজা,
‎কল্পনাতে রাজার রাজা
‎রাজ্য ছাড়াই রাজা।

‎আকাশ জুড়া স্বপ্ন গুলো
‎মনের মধ্যে আঁকে,
‎সেই ভাবিয়া পথ চলে ভাই
‎আশার আলো রাখে।

‎চেনা মুখের ভিড়ে হারায়,
‎অচেনার হয় সাথী,
‎শিকড়ের টান বুকের মাঝে,
‎সর্বেসর্বা জাতি।

‎চলার পথে হার মানে না
‎ভুলের পরও জাগে,
‎যৌবন মানে আবেগী বল
‎উতাল রক্ত রাগে।

‎উঠতি কালের কান্ডারী সে
‎কেবল বিজয় রথী,
‎বক্ষে সাহস চক্ষে আগুন
‎রুখে না কোন্ গতি।

মন্তব্য করুন