Skip to content

জিজ্ঞাসা

কখনও কি নিজেকে প্রশ্ন করেছো
তোমার প্রিয় মানুষটি কে?
কখনও কি জানতে চেয়েছো
তোমায় ভালোবাসার প্রথম পুরুষটি কে?

কখনও কি পেরেছো জোৎস্না রাতকে
প্রেমিক ভেবে আলিঙ্গন করতে,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়েছো কি
আলোকিত ক্যানভাস!

দেখেছো কি কুয়াশার ছোঁয়ায় প্রস্ফুটিত ফুলে
প্রজাপতির আকন্ঠ মধু পানের ব্যকুলতা
কিংবা ভোরের আলোয় অভিমানী পাখির
নিঃশব্দ নিরবতা।

কখনো কি বৃষ্টি হয়ে ঝরেছো তার দৃষ্টিতে
ধুইয়ে দিয়েছো চোখের কোণে জমা বিষাদ!

শুনেছো কি কোনদিন বিরহের গান
প্রেমিকের তৃষ্ণার্ত আহ্বান
বেসেছো কি কখনো এতটুকু ভালো
করেছো কি তারে আমন্ত্রণ।।
******

মন্তব্য করুন