এসেছে আষাঢ় ঘন বরষার
বুক কাপে দুরু দুরু,
চারিদিকে জল করে টলমল
জল যন্ত্রণার শুরু।
ক্ষেত ভরা পাট ভাসে মাঠ ঘাট
বানভাসি মানুষের ঢল,
হারায় আজ দিশা যেন অমানিশা
ভেঙে যায় মনোবল।
বুকে কলরব প্লাবনে ভাসে সব
জোটে না যে ত্রাণ,
কখনো উঁচু বাঁধ কখনো বাড়ির ছাদ
বাঁচে কোনক্রমে প্রাণ।