Skip to content

জল নূপুর – জীবন রাজবংশী

জল নূপুরের ধ্বনি
বাজলো মেঘবতীর পায়ে,
আষাঢ়ী গানের সুর তুলেছে –
চাষি ভাওয়াইয়ার টানে।

মেঘের চোখে এক বর্ষা
চাষার আজীবন,
বুকের মাঝে ব্যথা রেখে
তারাই ফসল ফলান।

চাষার নেই মান –
নেই ভান,
আছে শুধু সমাজের তরে
আত্মবলিদান।

মেঘের কালো দাগ
বৃষ্টি হলে মিটে যায়,
চাষার তা –
আজীবন রয়ে যায়

মন্তব্য করুন