অরণ্য ও নদীতে ঘেরা শহর তট ভূমি…
আমার একমাত্র শান্তিনীড় তোমার তুলনা তুমি।
উত্তরবঙ্গের রূপসী তুমি, তুমিই জলপাইগুড়ি….
এই বাংলায় মিলবে না কোথাও তোমার জুড়ি।
সিংহদুয়ার স্বাগত জানিয়ে হাত বাড়িয়ে থাকে…
রাজবাড়ী আর দীঘির জলে নস্টালজিয়ার ফাঁকে।
মেঘের চাদরে রোদের উকি আলোর ঝলক নাচে
উচু নিচু ঢালে সবুজ চা বাগানে গালিচা পাতা আছে।
লাটাগুড়ি আর চাপড়ামারিতে বন্য গন্ধ ছড়ায়…..
বন্য পশুদের অবাধ বিচরণে প্রকৃতির রুপ বাড়ায়।
হাজার বছরের পুরনো গাছেরা উঁকি মেরে দেখে,
সবুজে ঘেরা রূপসী ডুয়ার্সেকে কবিরা ছবি আঁকে।
পাহাড় দাঁড়িয়ে উত্তরেতে, তিস্তায় বইছে ঢেউ…..
স্নেহ মমতায় জড়ানো শহর, তুলনায় নেই যে কেউ।
রাস্তায় দেখা চেনা মুখগুলো, আলিঙ্গনের স্মৃতি ভরা,
মানুষের দুঃখে মানুষের পাশে জলপাইগুড়ি সেরা।
কবিতা পড়ুন কবিতাকে ভালবাসুন