Skip to content

জন্মশূন্য — রমেন মজুমদার

জন্মশূন্য
——-(চতুর্দশদী)
রমেন মজুমদার

ত্রৈলোক্যে মহাতরু মহত্বের বন্ধন,
কি করে হয় তার শূন্য স্বভাব রত্ন ?
সম রসে পরিপূর্ণ; মনত্বের ভার ;-
মিলে শূন্যে নিরাকারে সম উপাচার।।

জলে মিলে জলধারা, চিনিতে কে পারে ?
আপন-পর বলিতে,–(কি আছে তাহার;
বাঁধ মুক্ত শূন্য; মহাশূন্যে মিলে খেলা !
চৌদিকে প্রজন্ম ছুটে:–জন্ম উপহার ) ।।

মৃত্যু নাহি তার, জন্ম কারে কয় বলি ?
যে কোনোদিন নেয়নি জন্ম,হেন ভূমে!
ক্ষুধা-তৃষ্ণা, ত্যাগ মল-মূত্রে, আর ঘুমে ;-
স্বার্থ,অর্থ-অনর্থ কষ্ট; –সুখ বিহনে–।।

হয় সুখে জন্ম-মৃত্যু!– প্রকৃতির রীতি;
বর্ণহীন জলস্রোত মিলায় সম্প্রীতি ।
******************
কলকাতা থেকে
30/09/22.

মন্তব্য করুন