ছোট্ট একটা কথা
অনেক গুলো ভুল বোঝা মুছে দিতে পারে।
ছোট্ট একটা কথা চোখে আঙুল দিয়ে
দেখিয়ে দিতে পারে।
ছোট্ট একটা কথা সব অভিমান
ভেঙ্গে চুরমার করে দিতে পারে।
ছোট্ট একটা কথাই সব
বিচ্ছেদ এর শেষ হতে পারে।
কিন্তু কথা টা ছোট্ট হলেও
বলতে মেরুদন্ড লাগে।
সংকোচ কথাটি কে বড়ো করে তোলে।