Skip to content

ছুটির আনন্দ — শাহ্ আলম আল মুজাহিদ

নদী ছুটে ছলছল,
নানা ছবি এঁকে যায়;
মাঝি আর জেলেদের
জয় জয় দেখা যায়।
মেঘ ছুটে সাদ-কালো,
গুরুগুরু ডেকে যায়;
আকাশের সবখানে
রঙতুলি মেখে দেয়।
বায়ু ছুটে শনশন,
পাখি সব উড়ে যায়;
আকাশের গালটাই
তিল হয়ে মিশে রয়।
ট্রেন ছুটে ঝকঝক,
এঁকে বেঁকে ডানে-বাঁয়ে
অজানার হদিসে
অনেক দূরে যায়।
ঘোড়া ছুটে টকটক,
হুঁ হুঁ ডেকে যায়;
পিঠে তার আশোয়ার
রণতূর্য রেখে যায়।
খোকা ছুটে ছুটি পেয়ে,
খেলার ঐ মাঠটায়
বেলা সব কেটে যায়,
ছুটা-ছুটি আড্ডায়।

মন্তব্য করুন