ছলনার প্রেম (অন্তর গহীনে অন্তর দহন)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৯-২০২৪ ইং
ভালোবেসে মনটা যদি
না দিবি তুই বল,
মিছামিছি এ প্রেম নিয়ে
করলি কেনো ছল?
প্রেম হলো যে প্রভুরই দান
খেলনা করার নয়,
তোর প্রেমেতে ছাই তনু মন
জীবন যৌবন ক্ষয়!
কেউ বুঝে না মনের ভেতর
রক্তক্ষরণ হয়,
সত্যিকারের প্রেমপ্রীতি তো
ভোলার কভু নয়।
সত্যি আমি অনেক ভালো
বেসেছিলাম হায়!
তুই ছিলি মোর জীবন মরণ
বাঁচন এখন দায়।
নাই নাই নাই নাই কেহ আর
আপন প্রিয় নাই,
ভুল করেছি ভালোবেসে
বুকে দিয়ে ঠাঁই।
এমনই বাণ মারলি বুকে
ভীষণ দহন যার,
তোর পিরিতের বিদ্ধ সে তির
পাহাড় সমান ভার।
বাঁচার চেয়ে মরণ ভালো
মৃত্যুটাকেই চাই,
তুই ছাড়া যে পৃথিবীতে
আর কেহ মোর নাই।