Skip to content

চৌকিদার (রম‍্য) -সুবীর ভট্টাচার্য্য

পিটিয়ে পিঠের ছালটা তুলে
কি সুখ পেলে চৌকিদার?
নিজের জন‍্য গোছাও যখন
জানে কি বিশ্ব চরাচর?
গাছেরও খাচ্ছ, তলারও কুড়চ্ছো
ভাবছো নিজেই জমিদার,
যার খাচ্ছো তাকেই মারছো
সইবে কি এই অনাচার?

কুমীর কান্না কেঁদে কেঁদে
হাতিয়ে নেবার ফর্দটার
প্রতিদিনই জুড়তে জুড়তে
বাড়ছে সেটার কলেবর।
পলেস্তারা পড়ছে খসে
বাবুর ভিটে অন্ধকার
দিন দুপুরে শেয়াল ডাকে
তুমিই না কি পাহারাদার?

একজনই তো আছে বেঁচে
বাকি তো সবাই পগারপার
শেষ উইল তো রেডিই আছে
ফন্দি তোমার চমৎকার।
চলছিল বেশ জোরকদমে
হঠাৎ খতম অত‍্যাচার,
বুকের ব‍্যথায় ভিরমি খেলে
তুমিই দেখলে শ্মশানদ্বার।

মন্তব্য করুন