Skip to content

চেতনার মন্থনে – সুপ্রিয় ঘোষ

কতগুলি নিরবিচ্ছিন্ন ফেরারী ছবি,
প্রাসঙ্গিকতায় প্রয়োজনীয় যে সবই,
প্রচারের নয়, সুপ্ত আত্মোপলব্ধির,
অতলে গভীর তুলনাহীন লব্ধির ;
ভিন্ন ভিন্ন পথের সে মাইল ফলক,
স্মৃতির আলোতে কত কিছুই ঝলক;
কতশত কিছু কথা যেন বলে যায়,
তা’ শব্দহীন মানবিক যত প্রথায়।

জীবনমৃত্যুর প্রতি ক্ষণের দীক্ষায়,
সংযত, সংহত- কতটুকু বা হওয়া যায় ?
তবুও, পল-ক্ষণ-সময়ের নির্মাণে,
সুরের মাঝেও বেসুরো কিছু তানে,
জীবনের বোধ, গভীরতার আস্বাদ
মিলন, বিরহ, অবস্থিতি, অবসাদ
মিলেমিশে এক হয়, বপনের বানে,
সচ্ছল-অসচ্ছল, সুখ-অসুখের গানে।

আত্মতৃপ্তি বলে যেন, ‘ভালোই আছি,’
সত্যিই কি তাই, কী কী পন্থায় বাঁচি ?
একটি শিশু, বানভাসি সেই জলে,
মৃত মায়ের স্তন পান করে চলে,
পথের ধারে ঐ মৃত মায়ের আঁচলে,
বোঝেনা অবোধ, কেবলই টেনে চলে।
নিষ্পাপ, নির্মোহ সে মুখ, কি কথা বলে ?
কোথায় বোধ ? কতটুকু বা মূল্যবোধে
আমরা উদ্ভুত হয়েছি, পঙ্কিল অবোধে
করেই চলেছি, নানান কার্যকলাপ ;
সারমেয়-মানুষের খাদ্যের অপলাপ,
কড়াকাড়িতে, শুধুই নিজেকে বাঁচানো,
সূক্ষ্ম রন্ধ্রে বিনুনিতে, উপেক্ষা পেঁচানো।
বাঁচার লড়াই, কিভাবে বোধ জাগায় ?
বোধের অভাবে মূল্যদানও তো দায়।
উপর উপর ভাবনারা এলোমেলো,
যা’ ভাবছি, কাজের সময় উল্টো হলো?

মৃত্যুই দেয়, যাবতীয় বোধের পরিচয়,
বর্তমানের সে মূল্য, কি দেওয়া যায় ?
সারাটা জীবনের প্রতিকূল মন্থনে
কি পেল তাঁরা, সেই অস্তমিতর ক্ষণে,
শুধু অবহেলা ? বোঝা ? স্থান বৃদ্ধাবাস !
কোথায় বোধ ? তার সে মূল্যের আবাস ?
ভুলটি কি ছিল? কোথায় ভ্রন্তিবিলাস ?
মহীরূহ ছিল ? বিষবৃক্ষ হ’ল প্রকাশ !
প্রয়োজন নাকি, অভাবই বোঝায় মূল,
প্রীতি-ভালবাসা, কোথায় যে হয় ভুল !
তার হিসাব কষতে বসে, মূল্যবোধ,
যা’ কঠিন অঙ্ক, বিচারের আদালতে,
জীবনের উপত্যকায়, বিবেক বধ,
মানস অসাড়, তোমারই ইন্দ্রধনুতে।

(রচনাকাল – নভেম্বর, ২০২১)

2 thoughts on “চেতনার মন্থনে – সুপ্রিয় ঘোষ”

  1. সুপ্রিয় ঘোষ

    আমি কবিতার ককটেল-এর মতো একটি প্রখ্যাত প্লাটফর্মে স্থান নিতে পেরে, নিজেকে ধন্য মনে করছি।
    সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই, শ্রদ্ধেয় পরিচালকবর্গদের।

মন্তব্য করুন