মোদের দেশে চাঁদা দাবি
রক্তে গেছে মিশে,
চাঁদার জন্যে দেখি কতো
মারে মানুষ পিষে।
ভিন্ন নামেই ভিন্ন ভাবেই
তোলে সবাই চাঁদা,
আবেগ বশে মায়ার বশে
চাঁদায় মানুষ বাঁধা।
ধর্মের নামে রাজনীতিতে
মাসিক চাঁদা আছে,
চাঁদার টাকা তোলা রবে
বলে রবের কাছে।
কিশোর হাতে রুমাল দিয়ে
চাঁদার টাকা তোলে,
গাছের গায়ে লটকানো ওই
চাঁদার বাক্স খোলে।
ধর্মের কথার বয়ান শুনতে
চাঁদার রশিদ দেয়,
বাজেট টাকা তুলতে তবে
জনের থেকে নেয়।
ওরশ এলে সুবাস ছড়ায়
আগরবাতি দিয়ে,
ভক্তের হৃদয় শীতল করে
চাঁদার টাকা নিয়ে,
রাস্তার ধারে বণিকগণের
চাঁদা দিতে হবে,
দিলে চাঁদা নিয়ম মেনেই
ব্যবসা চলে তবে।
খেলার জন্যে পোশাক নিতে
নেতার কাছে যায়,
লম্বা একটা ……বাজেট কষে
চাঁদার টাকা চায়।
ছোট্ট থেকেই চাঁদার টাকা
তোলার ধরায় নেশা,
বড় হলেই সেই নেশায় কে
বানায় নিচ্ছে পেশা।
চাঁদার নেশার পেশা গণে
আছে নানান দলে,
দলের থেকে পাচ্ছে সাপোর্ট
বুক ফুলিয়ে চলে।
চাঁদার জন্যে কতো মানুষ
হচ্ছে আজি লাশ,
চাঁদাবাজি আইনের আজ
কাটিয়ে যায় পাশ।