ঘরে ফেরার স্বপ্ন বয়ে
ক্লান্ত শহর যখন দিনশেষে ,
ঘরে ফেরে যখন
তখন অনুভুতির মুহুর্তগুলো
চুপ হয়ে যায় , লাশের মতো।
অপেক্ষায় থাকা ভালোবাসার দীর্ঘশ্বাসে
অন্ধকার ভরে যায় ঘরময়।
অথচ তপ্ত দিনে ক্লান্তি
আঁধারে শান্তি খোঁজে,
তোমার বুকে ঘ্রানে
ভিজতে চায় প্রতিটা শ্রাবনে
তখনই গোটা শতাব্দীর অন্ধকার ঘিরে ধরে তোমাকে।
কত দুঃচিন্তা, হিসেবে নিকেসে
যে স্বপ্ন গুলোকে চেয়েছো
সরে গেছে
তারা দূর সীমান্তে ,
কিছুতেই ছোঁয়া যায়না তাকে।
ঘরটা তোমার হলো না কখনো
অথচ ঘরটা নিয়ে দেখেছো কতো স্বপ্ন
ঘরটা শুধু একটা ঠিকানা হয়ে থাকলো
ভালোবাসা হলো না , জানি না কেন???