Skip to content

গাজনের বাজনা – সুবীর ভট্টাচার্য্য

আমি তো জানি,
বুঝেও বুঝতে কেউ চায় না,
সবটাই ছলনা,
থাকব বলেও, জল মেপে মেপে, থাকতেও পারে না।
সারা পৃথিবী তো জানে,
রোজকার নাটকে, থাকে শুধু হাবিজাবি বাযনা,
নির্লিপ্ততায় আগুনটা ছুঁয়ে,
হাত পুডে যায়, কিন্তু নেভানোটা কিছুতেই যায় না।

ভ্রমরের আনাগোনা,
সজীব অন্তরালে, কা কস্য পরিবেদনা,
সবটা সবার জানা,
কুঁড়ি ফোটার আগেই, কর্তনের কান্না।
হৃদয়ের ফুলদানি,
সযত্নে সাজানো থাকে, কালজীর্ণ ধর্ণা।
রামগড়ুরের হয়রানি,
ডিম ফোটার আগেই, বলে শুধু না না।

সতর্ক থাকলেও মানি,
রাশি রাশি হাসি দিয়ে ভোলানোর খেলনা,
পৃথিবী মজেছে তাতে,
উড়তে চাইলে মন, বাধা কেউ দেয় না।
হচ্ছে অনেক কানাকানি,
বছরের শেষাশেষি গাজনের বাজনা,
মুখরা মুখের বাণী,
লহমায় পেরিয়েছে সহ্যের সীমানা।

মন্তব্য করুন