Skip to content

গাছ লাগায় পরিবেশ বাঁচায় মো:জাহিদুল ইসলাম

ছরাস্তার দুই ধারে , বাগান ও ভরে ।
নীরবে দাঁড়িয়ে আছে
মানুষের পরম বন্ধু তরুলতা ।
সহ্য করছে অনেক ব্যথা ,
দিচ্ছে সোহময় ছায়া ,
দিচ্ছে অক্সিজেন ।
কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে ,
পরিবেশের ভারসাম্য বজায় থাকছে ।

যে তোমার আজ বন্ধু
সময়ের ব্যবধানে হতে পারে শত্রু
কিন্তু বৃক্ষ এমন বন্ধু
হয়না কখনো শত্রু ।
অথচ মোরা কাটছি গাছ
উজাড় করে ।
প্রয়োজন বলে কাটছে গাছ,
কেন লাগাছেনা গাছ
একটি গাছ কাটার তিনটি লাগায়
পরিবেশ বাঁচায় ।

মন্তব্য করুন