সদ্য নেমেছে বরিষন
পুষ্পেরা সব বৃষ্টিস্নাত
খোলা পড়ে আছে বাতায়ন।
অঝোরে ঝরছে বরিষন
জমেছে অজস্র ভালোলাগা
মন করেছে আমায় প্রত্যায়ন।
তাই তো এসে বাতায়নে
বসে আছি আনমনে,
মনকে করছি আপ্যায়ন।
বৃষ্টি ভেজা শান্ত প্রকৃতি
জনশূন্য হয়ে দিগন্ত
কি অপূর্ব এক দৃশ্যায়ন!
বৃষ্টি শেষে একা
বসে আনমনা আমি,
যেন উদাস হলো মন।
রাত্রি এসে শেষে..
এনেছে হাসনাহেনার সুবাস
জোনাকিরা করেছে সংগমন।
হিম শীতল হাওয়া-
ছুঁয়ে দিয়েছে অনুভূতি,
নিদ্রারা করেছে সব পালায়ন।
নিঝুম রাতের স্তব্ধতা
ছুঁয়েছে মৌলিক মৌনতা,
শুধু খোলা পড়ে আছে বাতায়ন।