আয়না হাতে খোকা,
পেলো বুঝি ধোঁকা।
খোকার সামনে খোকা,
দারুণ ছবি আঁকা।
অনেক সাধের ময়না,
কবু কথা কয় না।
খেলছে রসের খেলা,
যাচ্ছে কেটে বেলা।
আয়না হাতে খোকা,
পেলো বুঝি ধোঁকা।
খোকার সামনে খোকা,
দারুণ ছবি আঁকা।
অনেক সাধের ময়না,
কবু কথা কয় না।
খেলছে রসের খেলা,
যাচ্ছে কেটে বেলা।