খোঁজ
আহমেত কামাল
ওর দেখা পেলে
শার্টের অাস্তিনের মতো গুটিয়ে রাখি নিজেকে
যদিও আমার কোন পাহাড় নেই
একটা আকাশ ছিলো,,,
জানালার ওপাশে মেঘ পেলে
নিজেকে খুঁজি,,
অন্ধকার হাতে,,,।
খোঁজ
আহমেত কামাল
ওর দেখা পেলে
শার্টের অাস্তিনের মতো গুটিয়ে রাখি নিজেকে
যদিও আমার কোন পাহাড় নেই
একটা আকাশ ছিলো,,,
জানালার ওপাশে মেঘ পেলে
নিজেকে খুঁজি,,
অন্ধকার হাতে,,,।