Skip to content

খেলাবিচার – শুভশ্রী রায়

আজ আমাদের খোকনসোনা পুতুল নিয়ে খেলছে, খেলুক নিজের মতো,
ছেলেদের শুধু বন্দুক আর তরোয়াল নিয়েই খেলতে হ’বে নাকি?
কেন বলছ তোমরা – খোকা, পুতুল ফেল না!
আত্মরক্ষা বা শিকারের অছিলায় অস্ত্র ধরা পুরুষের একচেটিয়া নয়,
সেই সঙ্গে পুতুল সংসার খালি মেয়েদের? এমন খেলাবিচার ভারী ফেলনা!
ছোটো থেকেই খুকু শিখুক আত্মরক্ষায় অস্ত্র চালাতে,
তার হাতেও দিব্যি মানায় ঝকঝকে ধারালো সব কিছু;
খোকনসোনার হাতেও মাঝেমাঝে থাকতে পারে সাংসারিক খেলনা।

মন্তব্য করুন