বট রুয়েছে হাতের ভেতর ফিলিস্তিনি খুকী
খেজুর চারা বেরোয় তাতে জট দিয়েছে উঁকি।
শরীর খাবে শকুনেরা ভরির দামে কেনা
মৃতের সারি বাড়ছে শুধু একটু ও কমছে না।
খোদার কাছে বলে দেবে মরণ শেষের প্রাতে
খুবলিয়ে খায় মগজ আমার এয়াহুদ-নাসারাতে।
বট রুয়েছে হাতের ভেতর ফিলিস্তিনি খুকী
খেজুর চারা বেরোয় তাতে জট দিয়েছে উঁকি।
শরীর খাবে শকুনেরা ভরির দামে কেনা
মৃতের সারি বাড়ছে শুধু একটু ও কমছে না।
খোদার কাছে বলে দেবে মরণ শেষের প্রাতে
খুবলিয়ে খায় মগজ আমার এয়াহুদ-নাসারাতে।