খানদানি’র কোরবানি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২০-০৬-২০২৪ ইং
লক্ষ টাকায় কিনলে গুরু
হয় কি বলো কোরবানি?
গোস্তো করে চঙ্গা রাখো
ফ্রিজে ভরে খানদানি!
বছর ধরে তৃপ্ত মনে
ভোগ-বিলাসের চাল’খানি,
পায় না তারা এতিম যারা
ঝরায় চোখের তোয় পানি।
কোরবানি হয় আত্মত্যাগের
নিজের তরে নয় কভু,
হয় না কবুল ওয়াজিব তরক
নারাজ থাকেন ওই প্রভু।
গাড়ি-বাড়ি কোটি টাকার
মালিক থাকো দালান ‘পর,
দাও না নজর ছাদের নিচে
হাত পাতে দীন পত্নী-বর।
দিন মহাশয় শ্রদ্ধেয় স্যার
একটুখানি গোস্তো চাই,
মন গলে না ক্রন্দনে তার
হায়রে কপাল ভাগ্যে নাই!
এমন নীতি হয় যদি তোর
কোরবানি হায় বিফলে!
কোটি টাকার মালিক রে তুই
টাকাই নরক এর ফলে।