উচ্চ শিক্ষার মানুষগুলো
কেমন জানি ভাই,
বাবা মায়ের আপন নীড়ে
দেয় না কেন ঠাঁই।
উচ্চ শিক্ষার শিক্ষা যাদের
ঘামের চামে আজ,
তাদের দেখে সম্মান যাচ্ছে
তাইতো পাচ্ছো লাজ।
বাবা মায়ের নাম শুনেই যে
মুখ কুঁচকে নেয়,
কামলা খাটে মান যাবে হায়
পরিচয় না দেয়।
এসির বাতাস বইছে বাসায়
আরাম করে রয়,
বাবা মায়ের খেত-খামারে
জীবন হচ্ছে ক্ষয়।
মনের খায়েশ মিটিয়ে আজ
খাচ্ছে ভুরিভোজ,
বাবা মায়ের দেখভালের তো
নেয় না কভু খোঁজ।