এই তো আইলা অহনি যাইবা
একটু বহোঁ কিছু একটা খাইবা
আমি বানাছি খাও,তোমাকে ভাইবা।
হেদিন ফোন দিলা আনন্দ পাইলাম
হের লাইগা তাল বড়া বানাইলাম
খাও খাও ভালো মজা পাইবা।
চিতই হানাইছি খাইয়া দেহো জান
আতে কাটা হেমাই তোমার প্রাণ
খাও খাও লাগলে কিন্তু চাইবা।
জানি খিলিপানে বাড়ে তোমার হাসি
জদ্দা দেইনি হবেনা তোমার কাশি
পাহান পিঠাও খাও লাগলে নিবা।
(বাঘাবারো গ্রামীন ছড়া-গীত ছন্দ ০৯/০৫/২৪ খ্রিঃ)
গ্রামীণ ভাষায় ছড়া লেখা আশা করি পাঠক দের ভালো লাগবে।