খাঁটি প্রেমের দহন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-১২-২০২২, বুধবার।
সত্যিকারের প্রেম তো কভু
নয় একাধিক হায়!
হয় যদি প্রেম খাঁটি তবে
জীবন বাঁচাই দায়।
একটা প্রেমের জ্বালায় মরি
ক্যামনে করি দুই,
পাহাড় সমান দুঃখগুলো
কোথায় বলো থুই?
গভীর নিশি একলা জেগে
স্মরণ যখন হয়,
অশ্রু জলে বন্যা এসে
সাগর নদী বয়।
কষ্টগুলো জমাট বেঁধে
বুকের মাঝে রয়,
তিলেতিলে সাধের জীবন
হয় ভুবনে ক্ষয়।
প্রেমের দহন হয় না মরণ
ছটফট করে মন,
তার চেহারা চক্ষুদ্বয়ে
ভাসে সারা-ক্ষণ।
এক বছর না দুই বছর না
চব্বিশ বছর পার,
যায়নি ভোলা কভু তারে
জীবনটা ছার’খার।
ব্যথার ডালি বক্ষে নিয়ে
জীবন হলো শেষ,
কোনো রকম দিন কেটে যায়
এইতো আছি বেশ।