জোনাকিরা ঐ আগের মতন
দেয়না এখন আলো।
যখনি ডাকি হাতছানি দেয়
বাসতে জানেনা ভালো।
আম কাঁঠালের কাল যে তখন
ডাকছে ঝি ঝি পোকা।
চাঁদনি পশরে জোনাকি তারা
হয়ে গাছে যেন বোকা।
যত কাছে ডাকি দূরে সরে যায়
এমনি কাটে কাল।
দূরে সরে যাবি তবে কেন তুই
এসেছিলি গতকাল?
ডাকব না তরে দূরে সরে যা
পাষাণবেদির মতন;
চলে যা তুই,মর গো ভাগারে গিয়ে
রোগন গাভীর মতন।