Skip to content

ক্রাকডাউনের রাত কবিতা -আজহারুল ইসলাম শুভ্র

শুধু তোমাকে ভালোবাসবে বলে
বুকের ভেতর অন্ধকার জমিয়ে রেখেছি সহস্র বছর
ক্যাথলিক আর অর্থোডক্স,মন্দির কিংবা গির্জা সবই পেয়েছি তোমার ভেতর।
তোমার ইশারায় শশ্মানের উপর সমাধি হই,
ক্রাকডাউনের রাতে শব্দহীন নাগরিক হয়ে হেঁটে যাই তেমার গন্তব্যে।

আমি অস্তগামী সূর্যের উপর ভালোবাসা নিক্ষেপ করি তোমার কথা ভেবে;সূর্যোদয়ে ছড়িয়ে পড়ি দুখের নিস্পন্দতায়।
আমি অনন্তকাল বুকের ভেতর একটা বসন্ত নিয়ে ঘুরি,শুধু তোমাকে একটা বসন্ত দেবো বলে।

মন্তব্য করুন