স্পষ্ট আকাশে আলস্যের মেঘ-
দাগ কেটে যায় দুপুরের ফাঁকে।
বলবো কাকে?
সাদা সাদা ভাসমান শঙ্খচিল ছায়া,
গলে গলে লেপ্টে যায় নীলের খাঁজে খাঁজে ।
ক্যামেরায় সার্পনেস যাকে বলে,
ঠিক তেমনি তোমার চোখে-
আমার ভোর দেখি,
প্রতিদিনের ভাজে।
যেটুকু শেষ করেছি কাজে অকাজে,
কোন দিন আর হবে না শুরু।
সব আশ্রয়, সব আশ্বাস, সব সত্য
অন্ধকারে ডুবেছে রঙিন হতে।
আমরা নিজ নিজ, আছি যে যে-
যার যার মতে।
এখানে শরতের নিবিড় চলে যাওয়া হলো।
লাল রঙে ম্যাপল গাছে-
যেনো আগুন করেছে।
নিশ্বাস রুপালি হতে শুরু করেছে-
প্রশ্বাস শেষে জমতে ধরেছে-
শিশির ঘেঁষে ঘেঁষে।
প্রিয় সান্নিধ্যে উষ্ণতা কৃপণ মাত্র,
প্রেম শুধুই বিনিময় বরফ গলা শেষে।
সুগন্ধী রয়ে যায়,
চাদর ধরে,
বালিশের পরে,
প্রিন্ট করা বাহারি কম্বলের ঘরে,
লুকিয়ে গন্ধ ছড়ায়,
স্পর্শ গড়ায়,
আসবাব ছুয়ে ছুয়ে।
মনের কোণে পরে থাকে-
কোন এক রাতে,
প্রতারক নগ্নতায় শুয়ে,
নস্টালজিক শীতকে স্বাগত জানাই।
জানালা ধরে শ্বেত শুভ্র-
তুষার ঝরা পোস্টার টাঙাই,
কুয়াশায় ডোবা শুকনো প্রভাতে।
ক্যামেরার সার্পনেস চোখে ভোর হোক,
মেরু দুরত্বের তোমাতে আমাতে।
………………………………
১৪ অক্টোবর, ২০২৪
মন্ট্রিয়াল ক্যানাডা