বাঘাবারো গীত
কে বলেছে কে শুনেছে
খারাপ মানুষ ভালো হয় না
চেষ্টার মত চেষ্টা করলে
কেষ্ট মিলে শেষে।
ধৈর্য ধরো সংসার করো
দশটি বছর অপেক্ষা করো।
দেখবে স্বামী ভালো হইছে ভালোবেসে।।
এমন ভালো হবে স্বামী
যেমন ভালো ফুল,
মনের সাথে মন মিলাইয়া কইবে কথা
যেন একটি নদীর দুইটি কূল।
সবুরে মেওয়া ফলে
ভালোবাসলে ভালোবাসা যায় না জলে।
পিরিত নামের মধুর কথা মধুর হবে
লাইলী মজনুর বেশে।।
ফুল কি গাছে থাকলে মর্যাদা পায়
ভালোবেসে হাতে নিলে সুভাষ ছড়ায়।
বাঘাবারোর কিছু কথা ক্ষমা করা মানুষের মানবতা।
শান্তির আশায় ধৈর্য ধরলে
ধৈর্যে শান্তি আসে।।
বাঘাবারো গীত, যা পল্লী গীতি বুঝায় -এটি লোকগীতির আওতাভুক্ত।