Skip to content

কেন এমন – ইন্দ্রনীল দাস

কেন‌ এমন হঠাৎ করে বৃষ্টি আসে,
খিচুড়ি ডিম ভাজার জন্য নেই তো ছুটি,
কাদা মাখা ফুটবল মাঠ মুচকি হাসে,
আধ ঘন্টার টিফিনেতে শুকনো রুটি।

কাগজের ওই নৌকো গুলো হারিয়ে গেল,
সময় বুঝি এমনি ভাবেই গ্রাস করে নেয়,
স্কুল ফেরা ভিজে জামার গল্প গুলো,
আড়াল থেকে ভেংচি কাটে হাতছানি দেয়।

মানিয়ে নেওয়ার আরেক নাম হয়তো জীবন,
ইচ্ছে গুলো জমতে থাকে এক পাশে,
বৃষ্টি ফোঁটায় কেন এমন সমাপতন,
কেন‌ এমন হঠাৎ চোখে বৃষ্টি আসে।

মন্তব্য করুন