Skip to content

কেনো ফিরে যাও তাদের কাছে? অভিষেক ভট্টাচার্য্য

মায়ার জাল ছিন্ন করে
বেরিয়ে এসো উচ্চ শিরে।
ভুলে যাও সব মিথ্যা টান
বেঁচে থাকো নিজের হয়ে।।

এ পৃথিবীতে আছে যতো মায়া।
সব ভিন্ন কিন্তু সবি তোমার বাঁধা।

দূরে চলো; দূরে চলো।
মিথ্যা কায়া ভুলে।
ঠুনকো টান ছিঁড়ে ফেলে,
এগিয়ে চলো পথে।।
তোমার কথা ভুলে গেছে যারা।
তুমি কেনো পারোনা তাদের ভুলতে?
কিসের এতো পিছু টান তোমার?
তুমি কিসের টানে আসো ফিরে ফিরে?

বন্ধু তুমি হয়তো হবেনা তাদের।
তারাও তোমায় যাবে একদিন ভুলে।
তাও কেনো বারে বারে তুমি,
ফিরে যাও তাদের কাছে?

মন্তব্য করুন