কুয়াশাকাল
লক্ষ্মীকান্ত মণ্ডল
আকাশের রাতের দিকে তাকাই, অন্ধকার
থেকে চুঁইয়ে আসে জল; কনা কনা রক্তের
মুহূর্ত থেকে সুখ দুঃখের অতীত – তারা হয়ে
ফুটছে পলিমাটির মতো, সেই উর্বরতাটুকু
বুঝতেই পুনর্জন্মেরর কাছে হাত পাতি পথে
ধুসর দিগন্তরেখা জুড়ে কালোস্রোত –
আমার পায়েচলা পথে অনাবিল বাতাস
কে নেবে এই প্রাণের নিঃশ্বাস?
কার যেন আঁচল উড়তে উড়তে মিশে যায় শঙ্খচিলে
রাতের কুয়াশা জড়িয়ে আসে বুকে –
শীতবোধের পাতাগুলি জ্যোৎস্না ঝাড়তে থাকে; অবিরত