Skip to content

“কুদস বিজয়ে মুসলিম”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

কুদস নিয়ে চলছে খেলা
স্বাধীন করতে মুক্তি চেলা
প্রাণটা দিয়ে যায়,
নিরবতার কুলুপ এঁটে
বিশ্ব নেতার জুতা চেটে
ভুঁড়ি ভরে খায়।

জন্ম থেকে তারাই তো বীর
মাতৃভূমির বাঁচাতে শির
দিয়ে যাচ্ছে প্রাণ,
নির্বিচারে মানুষ মেরে
দখলদারে আসছে তেড়ে
নিয়ে যাচ্ছে জান।

বসতিতে হামলা চালায়
বেসামরিক মানুষ পালায়
সংঘ কিসের ভাই,
বিশ্ব নেতা কোথায় আজি
বিবেকের দ্বার খোলো পাজি
কঠিন জবাব চাই।

মুসলমান সব এক হয়ে যাও
বিভেদ ভুলে ঐক্যতে নাও
তবেই আসবে জয়,
বীর বিক্রমে জিহাদ করে
কুদস আবার আনো ফিরে
রেখোনা প্রাণ ভয়।

মন্তব্য করুন