Skip to content

কুঁড়ে ঘরেই শান্তি – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

কুঁড়ে ঘরেই শান্তি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২৩-০৪-২০২৪ ইং

দীন এ পথে ক্রান্তি
কুঁড়ে ঘরই শান্তি
গরিবের রাজমহল এই,
থাকে প্রীতি যদি
সেথা নিরবধি
এর মতো সুখ আর নেই।

হয় নাকো রুষ্ট
অল্পতে তুষ্ট
নুনে ভাতে দিন পার হয়,
রোদে পুড়ে কৃষ্টি
ভালোবাসা সৃষ্টি
এর নাম নয় পরাজয়।

মিলেমিশে দু’য়ে এক
দেখ্ হে পৃথিবী দেখ্!
গাছ তলে সুখ খুঁজে পায়,
এরই নাম যুদ্ধ
রোদে জলে শুদ্ধ
কে বলে তারা অসহায়?

দু’টি তনু এক দিল
ঠোঁটে হাসি খিলখিল
পৃথিবীর সুখ মোহনায়,
শান্তি সুখের নীড়
যমুনার ওই তীর
হৃদয় গহীনে অধরায়।

মন্তব্য করুন