আমি বেশ জানি, তুমি অন্তর্যামী নও,
তবুও তোমার বাঁকা হাসি ও
ভ্রূকম্পনে, বেশ বোঝা যায় –
তুমি ধরে ফেলেছ, আমার অভিপ্রায়।
উৎসবের কোলাহলে সেদিন
চকিত চাহনি তোমার, বাজায় যে বীণ
মলিন হৃদয় নিয়ে ;
আমি আহাম্মক, তোমার ও প্রতীকী চাহনি দিয়ে
অনুভবের সমস্ত সম্ভাবনার ইশারা, ক্ষীণ,
আমি বুঝিনি, বুঝিনি সেদিন।
আজ, অনেক অজানা পথ পেরিয়ে
হেঁটে হেঁটে পৌঁছেছি, এই মোহনার তীরে,
পশ্চিমাকাশ এখনও রুদ্রনীল,
লালাভ সীমান্ত রেখা, এখনও স্বপ্নে ফেনিল,
তোমার সে চাহনির অবগাহনের বেলা,
আশু সায়াহ্নে, আমার অজানিত অবহেলা
রেখে গেছে, তোমারই সাক্ষর,
সীমান্তের মিলনান্ত নীল, আজ যে মুখর
তোমারই অব্যক্ত প্রেমের আলোকে,
রেখে গেছে, স্বপ্নভাঙা আলস্য, আমারই দু’চোখে।
@সুপ্রিয় ঘোষ,রাঁচি
০১/১০/২০২৪