Skip to content

কি যে মজা হয়! বিজন বেপারী।।

কি যে মজা হয়!
বিজন বেপারী।

সা রে গা মা পা ধা নি সা
ছোটন ধরে গান
সঙ্গে আছে বন্ধু যত
করছে সুখে তান।

ডালিম গাছের তোতা পাখি
উঁকি দিয়ে চায়
ফিঙে-শ্যামা-বুলবুলি টা
আপন তালে ধায়।

ঘরে আছে মিনি বিড়াল
অবাক চেয়ে রয়
ছোটন খোকা বাজনা বাজায়
কি যে মজা হয়!

মন্তব্য করুন