তোমার মৌনতার মায়াবী বন্দরে ভাবনার জাহাজ বাঁধা
নোঙ্গর করেছে অথৈ দ্বিরালাপ কৃষ্ণ বিবরের রাধা
অবলোহিত ব্যাথা বর্ণালী ছেড়েছে নিঃসঙ্গ জেটি বয়ে
নদী নিয়ে ছুটেছে বিষণ্ন বহতা সাইরেন গিয়েছে ক্ষয়ে।
মাস্তুলের কাবা ঘুরে গেছে ঈশানে হাওয়ায় বেঁধেছে দম
আলখাল্লা রাতে প্রেমিকার সুবেশে আবাসন গেঁড়েছে যম।
ভালবাসা জপেছে হৃদয়ের আবীর আকাশ গেছে দমে
এবারের বৈশাখে তুফানের স্তবকে শৈশব যদি কমে!
মাতাল অনুভবে উত্তরের গ্রীলে উঠেছে তবু মায়া
বিলুপ্ত প্রেমের বন্দর ছেয়েছে কিশোরী আবছায়া।