যা কিছু গেলো চলে, যা কিছু যায় চলে-
বলে না বলে, গলে গলে সময়ের অতলে।
ভুলে থাকা নামক কোন এক-
যাদুঘরের বিশেষ কর্ণারে,
তারা প্রদর্শিত হবে অন্য কারো দেয়ালে।
হয়তো বিশেষ কৌশলে,
অন্য শিরোনাম বা অন্য খেয়ালে।
এমন অনেক কিছুই মনে রাখিনি,
সম্ভাব্য বা হতে পারে-
এমন কথা কখনো ভুলে থাকিনি।
কোন কিছুর পিছু ডাকিনি।
খুজে চলেছি নিজেকে,
পাইনি খুজে এতো দিনেও।
এতো এতো সময় কিনেও,
দিন যায় দিন আসে,
নিঃশ্বাসে প্রশ্বাসে।
আমি কাউকেই রাখিনি পাশে,
খুজতে হবে বলে প্রয়জনে।
নানান ফাঁকির আয়োজনে,
কারো কাছেই কিছু চাইনি।
সব চাওয়া নিজের পরে,
শুধুই খুজে চলেছি নিজের মতো করে,
সকাল, বিকাল, রাত্রি, ভোরে-
অনন্তকাল ধরে।
অন্যের অবহেলায় খুজেছি,
অন্য চোখে চোখ বুজেছি,
কারো আগ্রহে চেয়েছি,
কারো কষ্টে পেয়েছি,
শুধু নিজের চোখে চোখ রেখে-
এখনো খুজে পাইনি।
আমি সব করেছি ক্ষমা,
কিন্তু কখনো ভুলে যাইনি।
—-
৩১ মার্চ, ২০২৫
থম্পসন সিটি, ম্যানিটোবা
ক্যানাডা।