Skip to content

কলম যেদিন তুলবো হাতে – অভিষেক ভট্টাচার্য্য

কলম যেদিন তুলবো হাতে
দেখবে তুমি অবাক হয়ে।
অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা
লোক গুলো সব কাঁপবে ভয়ে।

ভয় যেদিন পালিয়ে যাবে।
দেখবে তুমি অবাক হয়ে।
মৃত্যু সেদিন কাঁপবে শুনে।
কলম যেদিন উঠবে হাতে।

কাগজ সেদিন ভরাট হবে
কালির ফলা সঙ্গে লয়ে।।
খবর সেদিন ছড়িয়ে যাবে
মুখোশ খুলে পর্দা সরে।।

রাবণ রাজের শেষ মুহূর্তে
যবনিকা যাবে সব নাটকের।
আবরু যেদিন থাকবে না আর।
বিনাশ সেদিন হবে পাপের।
তুমিও সেদিন সাক্ষী থেকো
অসুর গুলোর পতন হবে।।

1 thought on “কলম যেদিন তুলবো হাতে – অভিষেক ভট্টাচার্য্য”

মন্তব্য করুন